ঢাকা: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভি বেরলুসকোনিকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সঙ্গে সবধরনের সরকারি কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে ৭৬ বছর বয়সী বেরলুসকোনিকে।
সোমবার অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়ষ্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপন করায় তাকে এই কারাদণ্ড প্রদান করে মিলানের একটি আদালত।
এই রায়ের মাধ্যমে কোটিপতি বেরলুসকোনির বিরুদ্ধে চলা দুই বছরের বেশি সময় ধরে চলা যৌন মামলার নিষ্পত্তি হলো। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে মিলানে নিজের বাড়িতে আলোচিত ‘বুঙ্গা বুঙ্গা’ সেক্স পার্টি আয়োজন করারও অভিযোগ উঠেছিল।
তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বেরলুসকোনি।
এদিকে বারলুসকোনির সঙ্গে যে নারীর যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠে সেই ইল মেহরাগ নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। একইসঙ্গে তিনি কখনো যৌককর্মী ছিলেন না বলেও দাবি করেন।
রায়কে ‘অবিশ্বাসযোগ্য’ উল্লেখে করে তিনি শিগগিরই এই মামলা থেকে বেকসুর খালাস পাবেন বলে আশা করেন।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর