ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান রাষ্ট্রপতি প্রাসাদে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, জুন ২৫, ২০১৩
আফগান রাষ্ট্রপতি প্রাসাদে হামলা

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে রাষ্ট্রপতি প্রাসাদ লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা।

হামলার সময় প্রেসিডেন্ট হামিদ কারজাই ভবনের ভেতরে ছিলেন কি না তা এখনও জানা যায়নি।



এ ছাড়াও হামলা হয়েছে সুরক্ষিত ওই এলাকায় অবস্থিত আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অ্যারিয়ানা হোটেলে।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, কাবুলের শাস যারাক এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটে মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় এই হামলা চালানো হয়।

জানা যায়, হামলার স্থানের কাছেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র কার্যালয়। এসময় তালেবানের সঙ্গে সিআইএ কর্মকর্তা ও প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

প্রায় অর্ধডজন গ্রেনেড বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে বলে আল-জাজিরা জানায়। পুলিশ দাবি করে সকল হামলাকারী নিহত হয়েছে।  

হামলার পরপরই তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। এক বার্তায় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন বলেন, প্রেসিডেন্ট ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অ্যারিয়ানা হোটেল লক্ষ্য করে কয়েক দফা হামলা চালিয়েছি।

প্রসঙ্গত, অ্যারিয়ানা হোটেল আফগানিস্তানে সিআইএ কার্যালয় বলে পরিচিত। কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি বলেন, হামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে চারজন হামলাকারী জাল নিরাপত্তা কর্মীর পাস দেখিয়ে চেকপোস্ট পার হয়ে এই হামলা চালায়।

প্রেসিডেন্ট প্রাসাদের পূর্ব দ্বার লক্ষ্য করে এই হামলা চালায় তালেবান। সেসময় সেখানে প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে সংবাদ সম্মেলনের জন্য বিপুল সংখ্যক সাংবাদিকরা অপেক্ষা করছিল।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সঙ্গে আলোচনা সম্ভাবনা নাকচ করার একদিন পর এই হামলা চালানো হলো।

গতকাল যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন আলোচনা বসবে না বলে সরাসরি জানিয়ে দেয় প্রেসিডেন্ট কারজাই।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ২৫ জুন, ২০১৩
এমএমএস/সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।