ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ছেলেকে ক্ষমতা হস্তান্তর কাতার আমিরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, জুন ২৫, ২০১৩
ছেলেকে ক্ষমতা হস্তান্তর কাতার আমিরের

ঢাকা: কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্থান্তর করছেন।

সম্প্রতি রাজকীয় এক বিবৃতিতে কাতারবাসীকে নতুন আমিরের কথা জানানো হয়।



এজন্য শেখ হামাদ জাতির উদ্দেশ্যে বৃহস্পতিবার ভাষণ দেন। এ দিনটি জাতীয় ছুটিও ঘোষণা করা হয়।

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ৩৩ বছর বয়সী শেখ তামিম তার ৬১ বছর বয়সী পিতার পদটির জন্য প্রস্তুত হচ্ছেন।

কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, শেখ হামাদ তার পরিবার ও শীর্ষস্থানীয় উপদেষ্টাদের সঙ্গে গত সোমবার এক বৈঠকে তার এই সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুন ২৫ ঘণ্টা, ২০১৩
এমএমএস/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।