ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আদালতের প্রস্তাব পঞ্চায়েত ভোট ৫ দফায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, জুন ২৫, ২০১৩
আদালতের প্রস্তাব পঞ্চায়েত ভোট ৫ দফায়

কলকাতা: মঙ্গলবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তাব দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুরু হওয়া শুনানিতে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দেয় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।



ডিভিশন বেঞ্চ জানায়- পাঁচ দফায় ভোট করুক কমিশন। রাজ্য সরকার এর তরফে এই প্রস্তাব মানতে নারাজ বলে জানান  আইনজীবী।

এদিকে কেন্দ্রীয় সরকারের তরফে বাহিনী দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ কেন্দ্রীয় বাহিনীর একটা বিরাট অংশ উত্তরাখণ্ড এবং অমারনাথ যাত্রায় নিয়োজিত আছে।   সেই কারণেই নির্বাচন কমিশন শান্তি পূর্ণ ভোট নিয়ে আদালতে সংশয় প্রকাশ করেন। এর পরই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানতে চায় পাঁচ দফা ভোট নিয়ে সরকার এবং কমিশনের বক্তব্য কি?

আদালত জুলাই মাসের ২, ৬, ৮ ও ৯ তারিখে ভোটের প্রস্তাব দিয়েছে। বিচারপতি রাজ্যের তরফে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিকাল সাড়ে ৩ টার মধ্যে দুই পক্ষকে মতামত জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়:  ১২৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৩  
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।