ঢাকা: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি স্বর্ণের খনিতে ধসে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার দেশটির রাজধানী বানগুই থেকে ৪৪০ কিলোমিটার দূরের এনদাসিমায় ব্যাপক বৃষ্টিপাতে খনির যে অংশে শ্রমিকরা কাজ করছিল তা ধসে যায়।
সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র প্রসপার এনদৌবা জানায়, প্রাথমিকভাবে ৩৭টি মরদেহ উদ্ধার করা গেছে এবং অনেকে আহত হয়েছে।
এনদৌবা জানান, আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অজ্ঞাত সংখ্যক হতাহতদের উদ্ধার করা হয়নি।
ফ্রান্সের সাবেক উপনিবেশ সিএআর স্বর্ণ ও হিরায় সমৃদ্ধ হলেও কয়েক দশক ধরে অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। গত মার্চে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে দেশের উত্তরাঞ্চলে বিদ্রোহ ঘটে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর