কলকাতা: চলতি বছরে কতজন বামপন্থী কর্মী-সমর্থক খুন হয়েছেন, তার একটি তালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। সিপিএম নেতা রবীন দেব সাংবাদিক সম্মেলনে জানান, ৩১ আগস্ট এই তালিকা প্রকাশ করা হবে।
রবীন দেব বলেন, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ অবধি আমাদের অন্তত ১৫ জন খুন হয়েছেন।
তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। অথচ, নিরাপত্তা বাহিনী নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত পদক্ষেপ নিতে ব্যর্থ নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। ১৭ মে সর্বদলীয় বৈঠক করে বলা হয়েছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হবে। কিন্তু তা করা হয়নি।
সিপিএমের এই প্রবীণ নেতার অভিযোগ, প্রশাসন চায় না যে, পঞ্চায়েত নির্বাচন হোক। না-হলে আদালতের নির্দেশ সত্ত্বেও এত দেরি করে কেন্দ্রের কাছে বাহিনীর জন্য দরবার করতেন না।
গত কয়েকদিনে মুখ্যমন্ত্রীর বর্ধমান ও বাঁকুড়া জেলায় নির্বাচনী প্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব জায়গায় সরকারি প্রকল্প ঘোষণা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী।
ইতোমধ্যেই এ ব্যাপারে কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
এস পি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস