কলকাতা: দুই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্স এবং জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের ডাকা বন্ধের মধ্যেই জম্মু-কাশ্মীর সফরে মঙ্গলবার শ্রীনগর গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এই সফরের প্রাক্কালে সোমবার উগ্রপন্থী হামালায় শ্রীনগরে ৮ ভারতীয় সেনা নিহত এবং ১৬ সেনা আহত হন।
প্রধানমন্ত্রীর সফরে সেনা ও সিআরপিএফের তরফে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা শ্রীনগর জুড়ে মার্চ করছে সেনাবাহিনী। প্রতি এক কিলমিটার দূরে একটি করে ব্যারিকেড স্থাপন করেছে সেনাবাহিনী। নিয়ন্ত্রণ করা হয়েছে যান-বাহন চলাচল। প্রতিটি গাড়িকে আলাদা ভাবে পরীক্ষা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরের বিশেষ নিরাপত্তার জন্য হুরিয়ত নেতা সৈয়দ আলি শা গিলানি এবং মিরাজ উমর ফারুখকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস