কলকাতাঃ উন্নয়নের সাথে সাথে যথেষ্ট গুরুত্ব দিতে হবে প্রাকৃতিক সম্পদ রক্ষার দিকে। মঙ্গলবার এই বক্তব্য পেশ করলেন কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী।
তিনি মঙ্গলবার জম্মু-কাশ্মীরে এ আহবান জানান। শ্রীমতী গান্ধী এদিন জম্মু-কাশ্মীরের কিস্তাওয়ারে একটি ৮৫০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
এ উপলক্ষে তিনি বলেন, আমাদের সকলকেই মনে রাখতে হবে প্রকৃতিকে ধ্বংস করে কোন রকম উন্নয়নের কাজ করা চলবে না। তিনি প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের উপর জোর দেন।
এ অনুষ্ঠানে ইউপিএ চেয়রপারসন বলেন, এই বিদ্যুৎ প্রকল্প স্থানীয় জনগণের জীবন যাত্রা যথেষ্ট উন্নতি আনবে।
প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেন, যাদের জমি এই প্রকল্পের জন্য গ্রহণ করা হবে রাজ্য সরকারকে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন স্থানীয় মানুষ এই প্রকল্পের কাজে সহায়তা করতে এগিয়ে আসবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস