কলকাতা: জম্মু-কাশ্মীরের অধিবাসীদের নির্বাচন প্রক্রিয়ায় বেশি করে অংশগ্রহণের জন্য উৎসাহ দিলেন প্রধান মন্ত্রী ড. মনমোহন সিং।
মঙ্গলবার শ্রীনগরের কিছু দূরে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মের উন্নতির দিকে তাকিয়ে কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক ব্যবস্থায় অংশ গ্রহণ করা উচিৎ।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আগামী দিনের উন্নয়নের প্রক্রিয়ার একটি অঙ্গ। সুন্দর ভবিষ্যৎ গড়তে এই প্রক্রিয়া সহায়তা করে।
নির্বাচনের মাধ্যমে রাজ্য তথা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশের সঙ্গে জনগণ সরাসরি যুক্ত হতে পারেন।
তিনি বলেন সরকারের উন্নয়নমুখী কাজকর্ম তখনি সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে যখন তারা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নির্বাচিত করেন। তিনি সর্বস্তরের নির্বাচনের ওপর জোর দেন।
উল্লেখ্য, ২০১৪ সালে অন্যান্য রাজ্যের মত কাশ্মীরেও লোকসভা নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনকে বয়কটের ডাক দিয়েছেন কট্টরপন্থী হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শা গিলানি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
ভাস্কর সরদার/ সমাডদনা: এসএস