ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরখণ্ডে উদ্ধারকারী কপ্টার বিধ্বস্তে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জুন ২৫, ২০১৩
উত্তরখণ্ডে উদ্ধারকারী কপ্টার বিধ্বস্তে নিহত ৮

ঢাকা: ভারতের উত্তরখণ্ডে বন্যা ও ভূমিধসে আটক‍াপড়াদের ‍উদ্ধার করতে গিয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। নিহতদের ৫ জন সামরিক বাহিনীর সদস্য ও তিন জন বেসামরিক নাগরিক।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতীয় একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেদারনাথ থেকে হেলিকপ্টারটি ফিরছিল।

মঙ্গলবার অবিরাম বৃষ্টির মধ্যেও সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান চালানো হয় বলে ‍জানায় সংবাদ মাধ্যমটি।

সোমবার ভারতের বিমান বাহিনীর প্রধান ঘোষণা দেন, শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত তাদের উদ্ধারকাজ বন্ধ থাকবে না।

উদ্ধারকাজে বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিটকে নামানো হয়েছে।

সোমাবর ভারতের আবহাওয়া দফতর জানায়, আগামী ৭২ ঘণ্টা টানা বৃষ্টিপাত হতে পারে। এতে করে আটকাপড়া ছয় হাজার জনের জীবন নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে ভয়াবহ এ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দিন আগে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কমন্ত্রী আশঙ্কা করে বলেছিলেন, মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যেতে পারে।

উত্তরখণ্ডে ১৪ জুন থেকে ১৭ জুন প্রচুর বৃষ্টিপাত হয়। এতে উত্তরখণ্ড, হিমাচল প্রদেশ ও পার্শ্ববর্তী নেপালে বন্যার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।