ঢাকা: নাচতে গিয়ে ঘোর বিপদ ঘটালেন এক মন্ত্রী। পা ভেঙ্গে চরম খেসারত দিতে হল তাকে।
ব্রিটেনের অভিবাসন মন্ত্রী মার্ক বার্পার নাচতে গিয়ে পা ভাঙেন। তিনি মধ্য লন্ডনের এক বারে নাচতে নাচতে হঠাৎই টেবিল থেকে উল্টে পড়েন এমন বিপত্তি ঘটান।
বাংলাদেশ সময় : ১০২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
সম্পাদনা: এসএস