ঢাকা: এডওয়ার্ড স্নোডেনের লাপাত্তার খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবস্থান জানালেন তার। পুতিন জানান, সিআইএর সাবেক সদস্য স্নোডেন মস্কো সেরিমায়েতোভো বিমানবন্দরের ট্রানজিট জোনে এখনও রয়েছেন।
স্নোডেন নাটক শুরু হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে দেওয়া বক্তব্যে তিনি মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁসকারী সম্পর্কে মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট।
পুতিনের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানায়, স্নোডেন রাশিয়ার সীমানা অতিক্রম করেনি। তিনি মস্কোতে আসেননি।
সার্গেই ল্যাভরভের এ মন্তব্যের পর স্নোডেনর অবস্থান নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
পুতিন স্পষ্ট করে বলেছেন, স্নোডেন কোথায় যাবে না যাবে সেটা তার নিজস্ব ব্যাপার। এতে রাশিয়ার কিছু করার নেই। স্নোডেন রাশিয়ায় কোনো অপরাধ করেনি। তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই তাদের। এ কারণে স্নোডেনকে তারা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবেন না।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com