ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ত্রিপুরা সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জুন ২৬, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক কোটি টাকা সাহায্য করবে ত্রিপুরা রাজ্য সরকার।   রাজ্য মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি জানান, রাজ্য সরকারের অর্থ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর অফিসে পাঠিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, উত্তরাখন্ডের প্রাকৃতিক বিপর্যয় অভাবনীয়। যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন মন্ত্রিসভা তাদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

তিনি বলেন, ‘উত্তরাখণ্ডের মানুষদের পাশে দাঁড়ানো সারা দেশের মানুষের নৈতিক দায়িত্ব। ত্রিপুরাবাসীও যেন তাদের পাশে দাঁড়ান। যদি কেউ তাদের সাহায্য করতে চান তবে সরাসরি পাঠানোই ভাল। কেউ যদি সাহায্য পাঠানোর জন্য রাজ্য সরকারের সাহায্য চায় তবে সরকার সাহায্য করবে। ’

উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ। এখনো সে এলাকায় আটকে রয়েছে কয়েক হাজার মানুষ। সারাদেশের মানুষ দাঁড়াচ্ছে আক্রান্তদের পাশে। ত্রিপুরা সরকারও দাঁড়ালো তাদের পাশে।

ইতিমধ্যেই ত্রিপুরার রাজ্যপাল দেবানন্দ কোয়ার তার এক মাসের বেতন দান করেছেন বন্যা দুর্গতদের জন্য।

রাজ্যপাল তার বেতনের এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন এ দুর্যোগ সহায়তার জন্য।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এস-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।