ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, জুন ২৬, ২০১৩

কলকাতা: সাধারণ মানুষের আশঙ্কাই অবশেষে সত্যি প্রমাণিত হতে চলেছে। উত্তরাখণ্ডে বেড়ে গেছে জলবাহিত রোগের প্রকোপ।

উত্তরাখণ্ডে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ইতিমধ্যেই হাজির হয়েছেন বেশ কিছু গ্রামবাসী। তাদের অনেকেই ডায়রিয়ার সঙ্গে খুব বেশি জ্বরে ভুগছেন বলে জানা গেছে।

অসুস্থ মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। গুপ্তকাশি এলাকার মেডিকেল ক্যাম্পগুলিতে হাজির হয়েছেন শতাধিক গ্রামবাসী। সেনাবাহিনীর তথ্যানুযায়ী গ্রামবাসীদের মধ্যে ১৩০ জনের খুব বেশি মাত্রায় জ্বরের সাথে খাদ্যনালীতে সংক্রমণ দেখা গেছে। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে কেদারনাথে।

বেশ কয়েক জন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের উদ্ধারকারী জওয়ানের শারীরিক অসুস্থতার খবরও পাওয়া গেছে। প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে নদীর মৃতদেহ পরে থাকার ফলে পানি দূষিত হয়ে গেছে।

জানা গেছে, দিল্লি থেকে পাঠানো একটি বিশেষ দল উত্তরাখণ্ডে পৌঁছে গিয়েছে। স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে জানান হয়েছে, ১০ লক্ষ ক্লোরিন ট্যাবলেট উত্তরাখণ্ডে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৩  
এসবি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।