কলকাতা: এবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রথম পর্যায়ের ভোট শুরু হবার ৫ দিন আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নির্বাচন কমিশন।
বুধবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা পেশ করেন নির্বাচন কমিশনের আইনজীবী।
সুপ্রিম কোর্টে কমিশন গোটা পরিস্থিতি জানিয়ে বলে, বর্তমান অবস্থায় দাঁড়িয়ে নির্ঘণ্ট মেনে ভোট করা সম্ভব নয়। মনোনয়ন পেশের সময় প্রয়োজনীয় বাহিনীও দিতে পারেনি সরকার।
কমিশনের তরফ থেকে জানা গেছে- তারা রাজ্য সরকারের বাহিনী না দিতে পারার জন্যই এ আবেদন জানাতে বাধ্য হয়েছে।
নির্ঘণ্ট অনুযায়ী ২, ৬ ও ৯ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ঠিক হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী না পাওয়ায় মঙ্গলবার কলকাতা উচ্চ আদালত পঞ্চায়েত নির্বাচন ৫দিনে করার প্রস্তাব দিয়েছিল।
কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়ায় ক্ষুদ্ধ হয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানান হয়েছে, রাজ্যও দরকার হলে সুপ্রিম কোর্টে যাবে।
পঞ্চায়েত নির্বাচনের ৫দিন আগেও জট না ছাড়ায় গোটা নির্বাচন প্রক্রিয়াই অনিশ্চিত হয়ে পড়ল। রাজনৈতিক মহল মনে করছে পিছিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। যা পশ্চিমবঙ্গের নির্বাচন ইতিহাসে বিরল।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
এসবি/সম্পাদনা:কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com