কলকাতা: জম্মুর বানিহাল থেকে কাশ্মীরের কোয়াজিগুন্দ পর্যন্ত রেলযাত্রার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। এরফলে জম্মু- কাশ্মীরের পরিবহন ব্যবস্থার ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হয়ে থাকল এটা।
বুধবার ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রথম জম্মু থেকে কাশ্মিরের মধ্যে এ রেল যোগাযোগ ব্যবস্থা চালু করলেন।
শ্রীনগর থেকে ১২৫ কিলোমিটার দূরের এ স্টেশন থেকে এ রেল পাঞ্চাল পাহাড়ের ১১ কিলোমিটার টানেলের মধ্যে দিয়ে কোয়াজিগুন্দ যাবে। এর ফলে ৩৫ কিলোমিটার সড়ক পথের দূরত্ব ১৮ কিলোমিটার রেলপথে সহজেই পার করা যাবে।
আপাতত দিনে ৫বার এ রেল যাতায়াত করবে বলে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে। মনমোহন সিং ও সোনিয়া গান্ধী ছাড়াও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, রাজ্যপাল এনএন ভোরা, কেন্দ্রীয় রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে, স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ২০০৮ সালে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
পতাকা নেড়ে প্রথম যাত্রার সিগনাল দেন প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধী। স্কুলের বাচ্চাদের নিয়ে প্রথম ট্রেনটি রওনা দেয়। এর ফলে কাশ্মীরের জনসাধারণের পরিবহণ সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
এসবি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com