ঢাকা: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড লেবার পার্টির প্রধানের নির্বাচনে হেরে গেছেন। গিলার্ডের চেয়ে ১২ ভোট বেশি পেয়ে কেভিন রাড দলের প্রধান নির্বাচিত হলেন।
বুধবার এ নির্বাচন হয়। নির্বাচনে সাবেক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৫৭ ও গিলার্ড ৪৫ ভোট পেয়েছেন ।
১৪ সেপ্টেম্বর আসন্ন সাধারণ নির্বাচনের সামনে দলীয় প্রধান নির্বাচন করল লেবার পার্টি। তবে সাধারণ নির্বাচনে দলটি হেরে যেতে পারে বলে অনেকেই ধারনা করছেন।
২০১০ সালে কেভিন রাডকে পরাজিত করে দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন জুলিয়া গিলার্ড। এরই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী হন।
রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে গিলার্ডের। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রধান নির্বাচনে হেরে গিলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com