ঢাকা: প্রিটোরিয়ার হাসপাতালে জীবন সন্ধিক্ষণে বিশ্বের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। আগের চেয়ে এখন তার অবস্থা সংকটাপন্ন।
পশু বা ফুলের গলাতেও ঝুঁলিয়ে দেওয়া হয়েছে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতার প্রতি শ্রদ্ধা বাণী। একটি সাদা পুতুল ভালুকের গলায় ঝোলানো একটি পত্রে লেখা, “তুমি আমাদের সত্যিকারের লিজেন্ড ও দাদা হিসেবে আছ এবং থাকবে। ”
জাতীয় ফুলের তোড়ার সঙ্গে আটানো একটি প্ল্যাকার্ডে লেখা, “বিদায় ম্যান্ডেলা, তুমি আমাদের হৃদয় ছুঁয়েছো। একাধিক পথে আমাদের আর্শীবাদ করেছে। আমরা তোমাকে ভালোবাসি। ”
১৯ দিন ধরে হাসপাতালে রয়েছেন ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার অসুস্থতা নিয়ে দ্য ডেইলি সানের হেডলাইন ‘চূড়ান্ত সংগ্রাম’। এর সঙ্গে সাব-হেডটি ছিলো ‘মাদিবার জন্য সংকটজনক মুহূর্ত’।
রোববার সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানান, ম্যান্ডেলার অবস্থা স্থিতিশীল থেকে সংকটের দিকে গেছে।
এ নিয়ে মঙ্গলবার ম্যান্ডেলার পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকও করেছেন জুমা।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com