ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জুন ২৬, ২০১৩
চীনে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২৭

ঢাকা: চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় ২৭ জন নিহত হয়েছেন।

বুধবার জিনজিয়াংয়ের রাজধানী উরুমকি থেকে ২০০ কিলোমিটার দূরে লুক্কুন শহরে এ ঘটনা ঘটে।



চীনের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ধারালো অস্ত্রে সজ্জিত একদল দাঙ্গাকারী পুলিশ ও স্থানীয় একটি সরকারি ভবনে হামলা করলে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। দাঙ্গাকারীরা অনেককে ছুরিকাঘাত করে ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

জিনজিয়াংয়ে মুসলিম উইঘুর এবং চীনের হ্যান সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিরোধের জের ধরে এ সহিংসতা ঘটে। তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ওই এলাকার একটি ভবনে উগ্রপন্থীদের অস্ত্রের অনুসন্ধান চালানোর ঘটনা থেকে দাঙ্গার সূত্রপাত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু স্থানীয়রা জানান, স্থানীয় একটি হ্যান পরিবারই সহিংসতার কারণ। এ পরিবারটি ওই এলাকার পুরুষদের দাড়ি না রাখতে ও নারীদের পর্দাপ্রথা থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিচ্ছে।

উল্লেখ্য, ওই অঞ্চলের মোট অধিবাসীদের ৪৫ ভাগই তুর্কি মুসলিম বা উইঘুর সম্প্রদায়ের। ৪০ ভাগ চাইনিজ হ্যান সম্প্রদায়ের।

এর আগে ২০০৯ সালে উরুমকিতে এ দুই সম্প্রদায়ের সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।