আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় দুর্নীতির দায়ে এক পুলিশ সুপারিনটেনডেন্টকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে দশ বছরের জেল দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আগরতলার এক আদালত এই রায় দেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মানিকলাল মজুমদার। ত্রিপুরায় এটাই প্রথম কোনো শীর্ষ পুলিশ কর্মকর্তাকে জেল দেওয়া হল।
সূত্র জানায়, একটি দুর্নীতির মামলায় তদন্তের দায়িত্বে ছিলেন মানিকলাল মজুমদার। তদন্তে নেমে নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। খাদ্য দপ্তরের একটি দুর্নীতির ঘটনায় তদন্ত করছিলেন তিনি। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল।
বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা আদালতের বিচারক কৃপাঙ্কর চক্রবর্তী মানিকলাল মজুমদারের বিরুদ্ধে জেল এবং জরিমানার রায় দেন।
এদিন বিচারক তার রায়ে জানান, মানিক লাল মজুমদারকে দশ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হল। জরিমানার অর্থ না দিলে আরও এক বছরের জেল খাটতে হবে তাকে।
জানা গেছে, ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালে। সে সময় খাদ্য দপ্তরের অফিস সুপার ছিলেন অপর্ণা দাস। তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তা নিশিকান্ত দেববর্মার সই জাল করে ৫ জনকে খাদ্য দপ্তরের লাইসেন্স পাইয়ে দেন।
এ ঘটনা জানাজানি হতেই সি আই ডি তদন্তের আদেশ দেয় রাজ্য সরকার। সে সময় সি আই ডির সুপার ছিলেন মানিকলাল মজুমদার। তিনি এ ঘটনার তদন্তভার গ্রহণ করে তদন্তের দস্তাবেজ নষ্ট করেন।
পুরো তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ ওঠে এই পুলিশ সুপারের বিরুদ্ধে। এমনকি চার্জশিট পর্যন্ত জমা দেননি মানিকলাল মজুমদার। তাকে সরিয়ে দেয়া হয় সি আই ডি থেকে। তার বিরুদ্ধে তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৭, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস