কলকাতা: উত্তরাখণ্ডে বন্যা ও ভূমিধসে আটকাপড়াদের উদ্ধারের সময় বিমানবাহিনীর হেলিকপ্টার ভেঙ্গে মৃত ২০ জনকে ১০ লক্ষ রুপি করে সাম্মানিক দেবার কথা জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এ প্রসঙ্গে তিনি বলেন, “এ অর্থ কোনভাবেই মৃতদের পরিবারকে সাহায্য হিসেবে দেওয়া হচ্ছে না।
বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার উদ্ধার কাজ চালাবার সময় গত মঙ্গলবার উত্তরাখণ্ডের গৌরিকুন্ডের কাছে ভেঙ্গে পরে। এর ফলে ২০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৫ জন সেনাবাহিনীর জওয়ান, ৬ জন ইন্দো-টিবেটিয়ান পুলিশের আধিকারিক এবং বাকিরা ন্যাশনাল ডিজাস্টার ফোর্সের আধিকারিক।
শিবরাজ সিং চৌহান আরও বলেন, “দেশের মানুষ এই ২০ জন বীর সন্তানকে অনন্ত সময় ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে আমার বিশ্বাস। ”
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৩
ভিএস/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর