ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ন্যানোর রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, জুন ২৭, ২০১৩
ন্যানোর রেকর্ড

নয়াদিল্লি: আকারে ছোট হলেও লম্বা রেসের ঘোড়া টাটার ন্যানো গাড়ি। কারখানা-জমি-রাজনীতির হাজার বিতর্ক পেরিয়ে টাটা ন্যানো যখন বাজারে আসে প্রচারে এমনটাই দাবি করেছিলেন এর নির্মাতারা।

এবার সে দাবিতে সিলমোহর দিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস্ও।     

একটা গোটা দেশের সবচেয়ে লম্বা পথ পাড়ি দেওয়ার পূর্ববর্তী রেকর্ড ভেঙে ফেলেছে ভারতের সবচেয়ে ছোট এ গাড়ি।

এর আগে সর্বাধিক ৮ হাজার ৪৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রেকর্ড ছিল। সে রেকর্ড ভেঙে ন্যানো নিয়ে ১০ হাজার ২১৮ কিলোমিটার ঘুরেছেন শ্রীকারুণ্য সুব্রহ্মণ্যম ও তার দল।

কন্যাকুমারী থেকে শুরু করে সারা দেশের একাধিক জায়গা ঘুরে ন্যানোর সওয়ারিরা থেমেছেন বেঙ্গালুরে এসে। তাদের মোট সময় লেগেছে ১০ দিন।

গত মার্চের ২১ তারিখে শুরু হওয়া এ সফর শেষ হয় ৩০ তারিখে।

বৃহস্পতিবার শহরের একটি অনুষ্ঠানে সুব্রহ্মণ্যম ও তার সঙ্গীদের সম্মানিত করেন ভারতের প্রথম ফর্মুলা ওয়ান মোটর রেসিং ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।