নয়াদিল্লি: আকারে ছোট হলেও লম্বা রেসের ঘোড়া টাটার ন্যানো গাড়ি। কারখানা-জমি-রাজনীতির হাজার বিতর্ক পেরিয়ে টাটা ন্যানো যখন বাজারে আসে প্রচারে এমনটাই দাবি করেছিলেন এর নির্মাতারা।
একটা গোটা দেশের সবচেয়ে লম্বা পথ পাড়ি দেওয়ার পূর্ববর্তী রেকর্ড ভেঙে ফেলেছে ভারতের সবচেয়ে ছোট এ গাড়ি।
এর আগে সর্বাধিক ৮ হাজার ৪৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রেকর্ড ছিল। সে রেকর্ড ভেঙে ন্যানো নিয়ে ১০ হাজার ২১৮ কিলোমিটার ঘুরেছেন শ্রীকারুণ্য সুব্রহ্মণ্যম ও তার দল।
কন্যাকুমারী থেকে শুরু করে সারা দেশের একাধিক জায়গা ঘুরে ন্যানোর সওয়ারিরা থেমেছেন বেঙ্গালুরে এসে। তাদের মোট সময় লেগেছে ১০ দিন।
গত মার্চের ২১ তারিখে শুরু হওয়া এ সফর শেষ হয় ৩০ তারিখে।
বৃহস্পতিবার শহরের একটি অনুষ্ঠানে সুব্রহ্মণ্যম ও তার সঙ্গীদের সম্মানিত করেন ভারতের প্রথম ফর্মুলা ওয়ান মোটর রেসিং ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর