ঢাকা: নেলসন ম্যান্ডেলার অবস্থা ‘খুবই সংকটাপন্ন’। ‘যে কোন সময় যে কোন কিছু’ ঘটে যেতে পারে।
এমনটাই জানিয়েছেন আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার বড় মেয়ে মাকাজুয়ী ম্যান্ডেলা।
তিনি বলেন, ৯৪ বছর টাটা (বাবা) শারিরীক অবস্থা ডাক্তারদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সুতরাং যে ‘কোন কিছুই আসন্ন’।
বৃহস্পতিবার প্রিটোরিয়ায় হাসপাতালের বাইরে সাংবাদিকদের একথা জানান তিনি।
মাকাজুয়ী বলেন, কিন্তু আমি এ কথা জোর দিয়ে বলতে চাই একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কখন কাকে যেতে হবে।
তবে বাবা আমাদেরকে এখন আশা জোগাচ্ছেন। তিনি চোখ খুলছেন, স্পর্শে সাড়া দিচ্ছেন। আমরা শেষ পর্যন্ত আশায় থাকতে চাই।
এদিকে এই নেতাকে বুধবার হাসপাতালে দেখার পর আজ বৃহস্পতিবার মোজাম্বিক সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মহরাজ জানান ম্যান্ডেলার অবস্থা গত ৪৮ ঘণ্টায় আরো অবনতি হয়েছে।
বর্ণবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের সময় ২৭ বছর কারাগারে ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান। ১৯৯৩ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
১৯৯৪ সালে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৯৯ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ক্ষমতা ছাড়েন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর