ঢাকা: বোস্টন ম্যারাথন হামলাকারী জোখার সারনায়েভের (১৯) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয়েছে।
১৫ এপ্রিল সংঘঠিত ওই বোমা হামলার ঘটনায় জোরাখের বিরুদ্ধে ৩০টি অভিযোগ আনা হয়। ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ২৬০জন আহত হন।
যদি সারনায়েভের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয় তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে আইনজীবীরা জানান।
এদিকে, বোমা হামলার বিষয়ে মার্কিন অ্যার্টনি কারমেন অর্তিজ জানান, জোখার সারনায়েভের বড় ভাই তামারলান সারনায়েভ ঘটনার পরিকল্পনা করেন ঘটনার দুই মাস আগে।
যদিও ঘটনার পর হামলাকারীদের উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে সংর্ষষে তামারলান সারনায়েভ নিহত হন। তবে ওই ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হন।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর