ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুন ২৮, ২০১৩
আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

নয়াদিল্লি: আসামের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে একশ’র বেশি গ্রাম।

ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

এদিকে ধেমজি জেলায় নতুন করে ১০টি গ্রামে বন্যার পানি ঢুকেছে। এ নিয়ে ধেমজির মোট ৩৫টি গ্রাম বন্যায় প্লাবিত হলো।

জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত ১০ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আসামের রাজ্য বিপর্যয় মোকাবিলাকারী দফতর জানিয়েছে, ধেমজি ছাড়া গোলাঘাট, কামরূপ, করিমগঞ্জ এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। ৯০০ হেক্টরের বেশি কৃষিজমি এখন জলের তলায়। পাঁচ হাজার ৫০০টি গৃহপালিত জীবজন্তু জলে ভেসে গিয়েছে। গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়।

তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য দেওয়া হয়নি। এ নিয়ে শুক্রবার সারাদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
এসপি/সম্পাদনা: মীর সানজিদা আলম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।