ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবু তালেব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, জুন ২৮, ২০১৩

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত হলেন ড. আবু তালের খান। তিনি আইআইটি গৌহাটির কেমিস্ট্রির অধ্যাপক।



পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের দফতর থেকে তাকে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আবু তালের খান তিন মাস পর কাজে যোগ দেবেন। বর্তমান উপাচার্য সৈয়দ শামসুল আলমের কার্যকালের মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়েছে।

গত দু’বছরে সারা ভারতে ছ’টি আইআইটি তৈরি হয়েছে। এর মধ্যে পাটনা আইআইটি তৈরির সময় মেন্টর গ্রুপের সদস্য ছিলেন আবু তালেব খান।

কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট করেছেন। রাজ্য সরকারের অনুদানে চলা বিশ্ববিদ্যালগুলির মধ্যে দীর্ঘদিন পর বাইরে থেকে বিশিষ্ট কোনো শিক্ষাবিদ নিযুক্ত হলেন। জৈব রসায়নে তার বিশেষ দক্ষতা রয়েছে।

বর্তমানে ওই বিষয়ে গবেষণার কাজে তিনি বিদেশে রয়েছেন। সেখান থেকে ফিরেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।