নয়াদিল্লি: সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে বেইজিংয়ে শুক্রবার থেকে দু’দিনের আলোচনায় বসেছেন ভারত ও চীনের প্রতিনিধিরা। দু’পক্ষের মধ্যে এটি ১৬তম বৈঠক।
লাদাখ সীমান্তে চীনা অনুপ্রবেশের পর এই বৈঠক যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন ভারতের বিশেষ প্রতিনিধি হিসেবে বৈঠক করবেন চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিয়েচির সঙ্গে। ইয়াংয়ের পাশাপাশি মেনন বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং সাংবাদিকদের এখবর জানিয়েছেন।
গত মাসেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ভারতে এসেছিলেন লি কেকিয়াং। একই কথা প্রযোজ্য চীনা পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও। হুয়া বলেন, “আমরা জানি সীমান্ত সমস্যা দুই দেশের কাছেই একটা বড় ইস্যু। আলোচনার মাধ্যমে আমরা সেই সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আপ্রাণ চেষ্টা করব। “
তিনি আরও বলেন, “সীমান্ত সমস্যা হঠাৎ করে সামনে আসেনি। এর পিছনে বিরাট ইতিহাস রয়েছে। তাই, রাতারাতি এর সমাধান হয়ে যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। ” ঐকমত্যের ভিত্তিতেই এ বিষয়ে পা ফেলার উপর জোর দিয়েছেন তিনি।
গত বছর ডিসেম্বরে আলোচনা যেভাবে এগিয়েছিল, সেখান থেকেই কথা এগিয়ে নিয়ে যেতে চায় চীন। ভারতের দাবি, বিতর্ক দেখা দিয়েছে প্রায় চার হাজার কিলোমিটার জায়গা নিয়ে। চীনের মতে অবশ্য বিতর্ক রয়েছে মাত্র দুই হাজার কিলোমিটার নিয়ে।
সীমান্ত সমস্যার পাশাপাশি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা হবে দু’দিনের এ বৈঠকে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর