ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সার্বভৌমত্বের দাবি থেকে সরলো উলফা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, জুন ২৮, ২০১৩

নয়াদিল্লি: ভারতের আসাম রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) সার্বভৌমত্বের দাবি থেকে সরে দাঁড়িয়েছে।

সংগঠনটির সার্বভৌমত্বের দাবিতে ঘোরতর আপত্তি ভারতের কেন্দ্রীয় সরকারের।

সার্বভৌত্বের দাবি থেকে উলফা’র সরে আসায় আসাম রাজ্যে রাজনৈতিক সমস্যা সমাধানের পথে বলে ধারণা করা হচ্ছে। আর ঠিক এ কারণেই উলফার অন্যান্য দাবিগুলি নিয়ে আলোচনার পথে যেতে রাজি হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

কয়েক দশক ধরে চলা আসাম সমস্যার অবসান না হওয়ার পিছনে উলফার সার্বভৌমত্বের দাবি নিয়ে অনমনীয়তাকেই দায়ী করেছে বিভিন্ন মহল। উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শম্ভু সিং জানিয়েছেন,  উলফাকেন্দ্রীক আসাম সমস্যা সমাধানে চূড়ান্ত খসড়া তৈরির খুব কাছাকাছি রয়েছে দু’পক্ষ। কতকগুলি বিষয় নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে। আমাদের আশা, খুব দ্রুত বিষয়টি মিটে যাবে।

সংগঠনের চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে উলফার ২৬ সদস্যের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানিয়েছেন, উলফার দাবিগুলি নিয়ে সরকার ভাবনাচিন্তা শুরু করেছে। মূল তিনটি বিষয় নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে খুব দ্রুতই সমস্যা মিটে যাবে বলে মনে করছেন তিনি।

সার্বভৌমত্বের দাবি ছেড়ে দেওয়ার পর যে তিনটি মূল দাবি নিয়ে এখনও পর্যন্ত সমাধানে পৌঁছানো যায়নি, সে গুলি হল- আসামের মূল বাসিন্দাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রাখা, জমি অধিকার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা।

উলফার দাবিসনদ নিশ্চিত করার জন্য সংবিধানের সংশোধনেরও প্রয়োজন রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং। উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে তাড়াতাড়ি বাংলাদেশ থেকে প্রত্যার্পণ করা হবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।