ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, জুন ২৮, ২০১৩
ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ওবামা

ঢাকা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

আফ্রিকার তিনটি দেশ সফরে রয়েছেন ওবামা।

সেনেগাল সফর শেষে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে শুক্রবার রওনা দেওয়ার কথা ওবামার।

তবে ওবামা বিশ্বের অবিসংবাদিত বর্ণবিরোধী নেতা ম্যান্ডেলার সঙ্গে দেখা করতে পারবেন কিনা-তা নির্ভর করছে তার পরিবারের ওপর।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চেন রডস বলেন, “আমরা ম্যান্ডেলার পরিবার ও দক্ষিণ আফ্রিকার সরকারের সম্মতির ওপর পূর্ণ সম্মান দেখাচ্ছি। ”

ম্যান্ডেলার পরিবারের চাওয়া ‍অনুযায়ী মার্কিন কর্মকতর্তা সফরসূচি সাজাবেন বলে তিনি ‍জানান।

তবে ওবামা শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলার সঙ্গে সাক্ষা‍ৎ করতে পারুক আর না পারুক ওমাবার সফর আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতার প্রতি বিশাল সম্মান প্রদর্শণ হিসেবে বিবেচিত হবে।

শুক্রবার বিকেলে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা ওবামার। এরপর ম্যান্ডেলার সঙ্গে দেখা করার কথা। ম্যান্ডেলাকে দীর্ঘসময় কারাবন্দী করে রাখা রোবেন দ্বীপেও যেতে পারেন ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশ সফরে যাচ্ছেন। এর আগে ২০০৯ সালে সংক্ষিপ্ত সফরে ঘানা গিয়েছিলেন তিনি। খাদ্য নিরাপত্তা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে আফ্রিকা সফরে আছেন ওবামা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।