আগরতলা (ত্রিপুরা): উত্তর-পূর্ব ভারতের প্রথম ডিজিটালাইসড গ্রন্থাগারের যাত্রা আরম্ভ হলো ত্রিপুরায়। প্রতিষ্ঠার একশ বছরেরও বেশি কাল পেরিয়ে যাওয়া বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিকে ডিজিটালাইসড গ্রন্থাগারে রূপান্তরিত করা হয়েছে।
১৮৯৬ সালে তৎকালীন ত্রিপুরার মহারাজা এই গ্রন্থাগারটি চালু করেন। প্রথম দিকে এই গ্রন্থাগারটি ছিল রাজ মহলের অন্দরে। পরে তা সেখান থেকে বের করে আনা হয়। এখন আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে এই গ্রন্থাগার। রাজ্যের প্রধান এই গ্রন্থাগারটিকে ডিজিটালাইসড করেছে ত্রিপুরা রাজ্য সরকার।
ত্রিপুরার উচ্চ শিক্ষা সচিব কিশোর আম্বুলি জানান, বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিকে ডিজিটালাইসড করার পরিকল্পনা করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কলাম আজাদ। তার পরিকল্পনা, ইচ্ছা এবং পরামর্শ মতোই কাজ করা হয়েছে গ্রন্থাগারটিকে ডিজিটালাইসড করার জন্য।
দ্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক) গ্রন্থাগারটিকে ডিজিটালাইসড করার প্রক্রিয়া সম্পন্ন করেছে। সি-ডাক ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। সংস্থাটি ২০১১ সাল থেকে এই কাজ শুরু করে, দুই বছরের চেষ্টায় সম্পন্ন করা হয় ডিজিটালাইসড প্রক্রিয়া।
গ্রন্থাগারটিতে বিপুল সংখ্যক বইয়ের সংগ্রহ রয়েছে। ডিজিটালাইসড পদ্ধতিতে ১৫ হাজার বই পড়া যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস