ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার মার্কিন তথ্য ফাঁসে সাবেক জেনারেলের নাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুন ২৮, ২০১৩
এবার মার্কিন তথ্য ফাঁসে সাবেক জেনারেলের নাম

ঢাকা: এডওয়ার্ড স্নোডেন কাহিনীর অবসান ঘটতে না ঘটতেই যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের তালিকায় যোগ হচ্ছে আরেক মার্কিনির নাম। ইরানের পরমাণু কর্মসূচিতে সাইবার হামলার কথা ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে সাবেক জেনারেল জেমস কার্টরাইটের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে যু্ক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় কার্টরাইটকে জানিয়ে দিয়েছেন, তিনি তদন্তের আওতাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম  এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস চেয়ারম্যান ছিলেন জেনারেল কার্টরাইট।

স্টুক্সনেট ভাইরাসের মাধ্যমে ২০১০ সালে ইরানের পরমাণু স্থাপনাকে সাময়িকভাবে অকার্যকর করে দিয়েছিল যুক্তরাষ্ট্র-এ তথ্য ফাঁসের সঙ্গে কার্টরাইটের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অলিম্পিক গেমস নামের বিস্তর অভিযানের ‍অংশ ছিল ওই হামলা। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকার সময় এ অভিযান শুরু হয়। বুশের উত্তরাধিকারী এ অভিযানকে আরও এগিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।