ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শতপল সিংকে ভারতের কাছে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ২৮, ২০১৩

কলকাতা: শিখ জঙ্গি গোষ্ঠীর সদস্য শতপল সিংকে ভারতের কাছে হস্তান্তর করেছে মালয়েশিয়া।

শতপল সিং ওরফে রাজভির সিংকে(৪১) বিচার করতে ভারতের পক্ষ থেকে মালয়েশিয়ার কাছে প্রত্যর্পণের জন্য আবেদন করা হয়েছিল।



গত জানুয়ারি মাসে মালয়েশিয়া প্রশাসন তাকে চরস সেবনের জন্য গ্রেপ্তার করে। শতপল সিং শিখ জঙ্গি গোষ্ঠী বব্বর খালসা ইন্টারন্যাশানলের সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে। মালয়েশিয়ায় থাকার সময় তার বিরুদ্ধে ভ্রমণ সংক্রান্ত জাল কাগজপত্র বানিয়ে শিখ জঙ্গি গোষ্ঠীকে সহায়তার অভিযোগ আনা হয়।

এর আগে শতপল সিং ছাড়াও মালয়েশিয়া প্রশাসন আরও ৪ ভারতীয়কে ভারত সরকারের হাতে তুলে দিয়েছে। এরা সবাই শিখ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ ছিল।

ধারণা করা হচ্ছে ২০০৬ সালে ভারতে সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত জঙ্গিদের এই জাল কাগজপত্র সরবরাহ করতেন শতপল সিং। ইতোমধ্যেই ওই বিস্ফোরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শতপলকে জেরা করে আরও নতুন তথ্য পাওয়া যাবে এমনটাই ভাবছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৩  
ভিএস/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর. এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।