ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সার্বিয়ার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় বসবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুন ২৮, ২০১৩
সার্বিয়ার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় বসবে ইইউ

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সার্বিয়ার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়েছেন সংস্থার নেতারা। ২০১৪ সালের জানুয়ারি মাসে ইইউ-সার্বিয়ার বৈঠক হবে।



ব্রাসেলসে ইইউর সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রমপু এ কথা জানিয়েছেন।

কসোভো ইস্যুতে সার্বিয়াকে ইইউর সদস্য পদ দেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

গত এপ্রিলে ইইউর মধ্যস্থতায় সার্বিয়া ও কসোভোর একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। ১৯৯৯ সালে যুদ্ধের মাধ্যমে বেলগ্রেড থেকে আলাদা হয় কসোভো।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।