ঢাকা: দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে ৫ দফায় ভারতের কেন্দ্রীয় বাহিনী দিয়েই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ভোট হবে ১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই।
১১ জুলাই প্রথম দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। ১৫ জুলাই দ্বিতীয় ভোট হবে পূর্ব মেদিনীপুর, বর্ধমান ও হুগলিতে। ১৯ জুলাই তৃতীয় দফায় ভোট হবে হাওড়া ও দুই ২৪ পরগনায়। ২২ জুলাই চতুর্থ দফায় মালদা, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে এবং ২৫ জুলাই পঞ্চম দফায় দুই দিনাজপুর, কুচবিহার ও জলপাইগুড়িতে ভোট হবে।
প্রতি ক্ষেত্রে ৩৫ হাজার করে নিরাপত্তারক্ষী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। বাকি নিরাপত্তারক্ষী দেবে কেন্দ্র সরকার।
সে অনুযায়ী প্রথম ও দ্বিতীয় দফায় ১৫ হাজার নিরাপত্তা কর্মী, তৃতীয় ও চতুর্থ দফায় ২৫ হাজার নিরাপত্তারক্ষী ও পঞ্চম দফায় ২ হাজার নিরাপত্তারক্ষী দেবে কেন্দ্র।
এদিকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
এসপি/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com