ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উপজাতি নেতা ত্রিপুরায় কংগ্রেস সভাপতি মনোনীত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, জুন ২৮, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আচমকা পাল্টে গেল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। শুক্রবার সন্ধ্যায় দিল্লি থেকে জানানো হয় রাজ্যের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম।

নতুন সভাপতি হয়েছেন দিবাচন্দ্র রাঙ্খল।

দীর্ঘ প্রায় চার দশক পর রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন কোন উপজাতি নেতা।

নির্বাচনের আগেই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন সুদীপ রায় বর্মণ। ত্রিপুরার নির্বাচনে কংগ্রেসের ভরা ডুবির পর রাজ্যের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল সুদিপ রায় বর্মণকে প্রদেশ সভাপতির আসন থেকে সরিয়ে দেবার জন্য। শেষ পর্যন্ত নির্বাচনের চার মাস পর সরিয়েই দেয়া হল সুদীপ রায় বর্মণকে।

নতুন সভাপতি হলেন দিবাচন্দ্র রাঙ্খল। ৭১-৭২ সালের পর ত্রিপুরায় প্রথম কোন উপজাতি কংগ্রেস নেতা প্রদেশ সভাপতি হলেন। এবারই করমছড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন দিবা চন্দ্র রাঙ্খল। কংগ্রেসের তরুণ প্রজন্মের প্রতিনিধি তিনি।

এদিকে কংগ্রেসের একটি সুত্র থেকে জানাগেছে, রতনলাল নাথকে সড়ানো হচ্ছে বিধানসভার বিরোধী দল নেতার পদ থেকে। সে জায়গায় আসছেন সুদীপ রায় বর্মণ। তাই সুদীপ রায় বর্মণকে প্রদেশ সভাপতির পদ থেকে সরানো হয়েছে। এদিকে আশিস সাহাকে করা হয়েছে রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি।

শুক্রবার রাতে দিল্লির কংগ্রেস ভবন থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে ত্রিপুরায় কংগ্রেস সভাপতি হচ্ছেন  দিবাচন্দ্র রাঙ্খল এবং কার্যকারী সভাপতি হচ্ছেন আশিস সাহা।

দিবাচন্দ্র রাংখল এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি কোন দিনই সভাপতি পদের দাবিদার ছিলেন না। সোনিয়া গান্ধী তাকে সভাপতি হিসাবে মনোনীত করেছেন। তার জন্য দল নেত্রীকে ধন্যবাদও জানান তিনি। দিবা চন্দ্র রাংখল জানিয়েছেন, ত্রিপুরায় কংগ্রেসকে ঐক্যবদ্ধ করাই তার মূল দায়িত্ব।


বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
তন্ময়/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।