ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৫, জুন ২৯, ২০১৩
দক্ষিণ আফ্রিকায় ওবামা

ঢাকা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়তে থাকা নেলসন ম্যান্ডেলাকে দেখতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বর্তমানে আফ্রিকার তিনটি দেশ সফরে রয়েছেন ওবামা।

সেনেগাল সফর শেষে শুক্রবার দক্ষিণ আফ্রিকা পৌঁছান তিনি।

তবে ম্যান্ডেলা মারাত্মক অসুস্থ থাকায় তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়ার আশা করছেন না ওবামা। তার ‘ফটোসেশন’ এর দরকার নেই বলেও সেনেগাল ত্যাগ করার আগে সাংবাদিকদের কাছে জানান তিনি।

এদিকে, ম্যান্ডেলার আগের স্ত্রী উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলা জানিয়েছেন, গত কয়েকদিনে প্রাক্তন প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তিনি ভালো নেই। বর্তমান সংকটাপন্ন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করা উচিত হবে না বলেও মত প্রকাশ করেছেন তিনি।

ওবামার আগমনকে কেন্দ্র করে রাজধানী প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা।

শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলার সঙ্গে ওবামা সাক্ষাৎ করতে না পারলেও তার এই সফর আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতার প্রতি বিশাল সম্মান প্রদর্শন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।