ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কূটনীতিক কর্মকর্তাদের মিশর ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, জুন ২৯, ২০১৩
কূটনীতিক কর্মকর্তাদের মিশর ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ঢাকা: মিশরে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে দেশটি সফর করতে নিজের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছাড়া ‍অন্যান্য কূটনীতিক কর্মকর্তাদের মিশর ছাড়তে বলেছে মার্কিন সরকার।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মিশরে অবস্থানরত মার্কিনিদের ‘সতর্ক’ থাকতে বলেছে।

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থক ও তার বিরোধীদের মধ্যে সংঘর্ষে এক মার্কিনিসহ তিনজন নিহত হওয়ার পরেই এ সতর্কতা জারি করল ওয়াশিংটন।

রোববার মুরসির পদত্যাগের দাবিতে একটি গণসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিরোধীদের। রোববার মুরসি সরকারের ক্ষমতায় বসার প্রথম বার্ষিকী। অন্যদিকে মুরসি সমর্থকরা মুরসির ‘শাসন’ অব্যাহত রাখার পক্ষে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘শান্তিপূর্ণ সংলাপের সার্বজনীন নীতিতে’ সম্মান জানাতে মিশরীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।