নয়াদিল্লি: তথ্য আইনের আওতা থেকে রাজনৈতিক দলগুলোকে মুক্ত করতে অর্ডিন্যান্স জারি করার পরিকল্পনা করেছে নয়াদিল্লি।
এর ফলে কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) নির্দেশের বিরোধিতা করতে সক্ষম হবে ইউপিএ সরকার।
খুব শিগগিরই কেন্দ্রীয় কর্মকর্তা ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের কাছে খসড়াটি পাঠানো হবে।
আইন মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
রাজনৈতিক দলগুলোর অভিযোগ, তারা সরকারি অর্থে পরিচালিত হয় না। ফলে, তারা জনগণের সম্পত্তি নয়। এ কারণে দলের প্রত্যেকটি বিষয় জনসম্মুখে আনতে বাধ্য নয় তারা। বিশেষ করে কংগ্রেস, বিজেপিসহ অন্য জাতীয় দলগুলো এর তীব্র বিরোধিতা করে।
তারপরেই সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তারা মনে করছেন, এর কারণ নির্বাচিত সরকার নিরপেক্ষ হলেও, কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। তাই, তথ্য জানার অধিকার আইনে রাজনৈতিক দলগুলোর সব তথ্য প্রকাশ্যে এলে অনেক হিসাব পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর