ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্লগে পাল্টা জবাব আদভানির

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জুন ২৯, ২০১৩

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে ওমর আবদুল্লাকে জবাব দিলেন লালকৃষ্ণ আদভানি। সম্প্রতি সংবিধানের ৩৭০ নম্বর ধারা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।



ওই ধারায় কিছু বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করে জম্মু-কাশ্মীর। আদভানির নাম না করে এ বক্তব্যের প্রতিবাদ করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ৩৭০ নম্বর ধারা বিলোপের ‘ভুয়া দাবি’ তুলে মানুষকে ঠকানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

ব্লগে আদভানি বলেছেন, ‘ওমরের সঙ্গে এ বিষয়ে বিজেপির মত নাও মিলতে পারে। কিন্তু ঠকানোর মতো শব্দ ব্যবহার না করাই ভাল। আমরা শুরু থেকেই ৩৭০ নম্বর ধারার বিরোধী। ’

জম্মু-কাশ্মীর প্রসঙ্গ নিয়ে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনের কথাও মনে করিয়ে দিয়েছেন আদভানি। তিনি দাবি করেন, বল্লভভাই পাটেলের মত কংগ্রেসের অনেক নেতাই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধী ছিলেন।

আদভানির এ মন্তব্যের ফের জবাব দিয়েছেন ওমর। টুইটারে তিনি প্রশ্ন করেছেন, ‘বিজেপি ক্ষমতায় থাকার সময় ৩৭০ নম্বর ধারা লোপের জন্য আদভানি কি করেছিলেন তা জানালে ভাল হয়। ’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস  eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।