ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে শুরু হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, জুন ২৯, ২০১৩
ভারতে শুরু হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন

কোলকাতা: কিছুদিনের মধ্যেই ভারত শুরু করছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আওতায় এ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।



শনিবার কোলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ভারতীয় বিজ্ঞানী ও অঙ্কশাস্ত্রবিদ প্রশান্ত চন্দ্র মহালানবীশের ১২০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের প্রধান বিজ্ঞান উপদেষ্টা আর. চিদাম্বরম এ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কথা জানান।

পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে আর. চিদাম্বরম বলেন,‘এটা নিরাপদ। সাধারণ মানুষের এ বিষয়ে বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই, তারা ভয় পাচ্ছেন। ’

এ প্রকল্পে নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হয়নি বলেও তিনি সাংবাদিকদের জানান।

রাশিয়ার সাহায্যে গড়ে ওঠা কুদানকুলাম পরমাণবিক কেন্দ্র নিয়ে গোটা ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এর নিরাপত্তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে।  

বিশেষ করে ২০১১ সালে জাপানের ফুকুশিমা অঞ্চলে পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়ের ফলে এ নিরাপত্তার প্রশ্ন সামনে আসতে শুরু করে।

আর. চিদাম্বরম নিশ্চিত করে জানান, একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে নিরাপত্তা নিয়ে যথেষ্ট বিশ্লেষণ করা হয়েছে। টাস্কফোর্সের বিভিন্ন নির্দেশাবলি মেনে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে।

তিনি আরো জানান, পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিয়েক্টরটি চালু হলে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
ভিএস/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।