ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতা হাইকোর্টের ই-বুক উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, জুন ২৯, ২০১৩
কলকাতা হাইকোর্টের ই-বুক উদ্বোধন

কলকাতা: কলকাতা হাইকোর্টের সার্ধশত বর্ষপূর্তিতে চালু হলো ই-বুক। এখন থেকে অনলাইনে জানা যাবে কলকাতা হাইকোর্টের ১৫০ বছরের ইতিহাস।

শুক্রবার সন্ধ্যায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামস কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্রসহ অন্য বিচারপতিরা। ই-বুকটির নাম রাখা হয়েছে ‘দ্য হাই কোর্ট অ্যাট ক্যালকাটা ১৫০ ইয়ার্স অ্যান্ড ওভার ভিউ। ’

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, “সম্ভবত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে এটাই আমার শেষ কলকাতায় আসা। আমি দিল্লিতে কলকাতার আইনজীবীদের আগের মতো আর দেখতে পাইনি। তরুণ আইনজীবীরা এগিয়ে আসুন। আইন বিচারের দিক নিয়ে বই লিখুন। ফিরিয়ে আনুন কলকাতার গর্ব। ”

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।