কলকাতা: উড়িষ্যার মালকানগিরি জেলার সিলাকোটা জঙ্গল থেকে মাওবাদী বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে খাসা মান্ডি ও তার ছেলে দুলা মান্ডিকে উড়িষ্যার জঙ্গল থেকে গ্রেফতার করা হয়।
খাসা মান্ডি ও দুলা মান্ডি উভয়ের বিরুদ্ধেই খুন, অপহরণ, হুমকি ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ রয়েছে।
শুক্রবার রাত থেকে যৌথ অপারেশনে সিলাকোটা জঙ্গলে শুরু হয় চিরুনি তল্লাশি। এ চিরুনি তল্লাশিতে তারা ধরা পড়েন।
প্রশাসন থেকে মনে করা হচ্ছে, এদের জেরা করে উড়িষ্যায় মাওবাদী কাজকর্ম সম্পর্কে অনেক তথ্য জানা যাবে।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
ভিএস/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com