কলকাতা: ভারতে প্রথম দিক নির্ণয় সক্ষম স্যাটেলাইট উৎক্ষেপন করা হচ্ছে।
সোমবার অন্ধ্র প্রদেশের শিরকটা থেকে `আই আর এন এস এস-১`এ স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হবে।
ভারতের বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ওয়াই এস রঞ্জন এই তথ্য জানিয়েছেন।
টেলি যোগাযোগ ব্যবস্থা, টেলিভিশন পরিষেবা, আবহাওয়ার পূর্বাভাস, দূর নিয়ন্ত্রিত বিভিন্ন পরিষেবার উন্নতিতে সাহায্য করবে এই স্যাটেলাইট।
কলকাতায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো ) এক অনুষ্ঠানে ওয়াই এস রঞ্জন জানান, ভারতের মহাকাশ গবেষণা মানব কল্যাণের স্বার্থে ব্যবহার করা হয়।
তিনি আরও জানান, সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়নে মহাকাশ গবেষণা আগামী দিনে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এছাড়া, প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সর্তক বার্তা পেতে এই স্যাটেলাইট খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
ভিএস/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর,এসএস