ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভোট মাথায় রেখে এগুচ্ছেন মনমোহন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, জুন ৩০, ২০১৩
ভোট মাথায় রেখে এগুচ্ছেন মনমোহন

নয়াদিল্লি: ভারতের লোকসভা ভোটের কথা মাথায় রেখে পূর্ব ও পশ্চিমাঞ্চলকে একই সঙ্গে খুশি করতে মরিয়া প্রধানমন্ত্রী মনমোহন সিং। আপাতত পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন তিনি।

পশ্চিমবঙ্গের সাগরে নতুন একটি বন্দর নির্মাণের প্রস্তাবও রয়েছে প্রধানমন্ত্রীর পরিকল্পনায়।
 
১০ হাজার কোটি টাকায় পূর্বাঞ্চলীয় ফ্রেড করিডর নির্মাণের পাশাপাশি মুম্বাইয়ের জন্য রয়েছে এলিভেটেড রেল করিডর নির্মাণের পরিকল্পনা। যার জন্য খরচ হবে প্রায় ৩০ হাজার কোটি টাকা।
 
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) আগামী ছ’মাসের মধ্যে ১.১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলছে নয়াদিল্লি।

রবিবার সকালে নিজ বাসভবনে এক বৈঠকে পরিকাঠামো ক্ষেত্রে এ বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলওওয়ালিয়া সহ বিদ্যুৎ, কয়লা, রেল, সড়ক, জাহাজ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীরা।

পরিকাঠামোর উন্নয়ন না হলে শিল্পোন্নায়ন সম্ভব না। যে কোন শিল্পের জন্য প্রয়োজন মূলধন, শ্রমিকের সুব্যবস্থা ও কাঁচামাল। উন্নয়নের এ সহজপাঠ রূপায়িত করতে লোকসভা ভোটের মুখে পরিকাঠামোয় বিনিয়োগের উপরই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী।

ভারতের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরিকাঠামো খাতে আগামী ছ’মাসের মধ্যে পিপিপি মডেলে ১.১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। পরিকাঠামোগত এ উন্নয়নে পূর্ব এবং পশ্চিম দু’প্রান্তকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।