নয়াদিল্লি: ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে এক তরুণের হত্যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার ভোরে কাশ্মীরের বন্দীপোরা জেলার একটি গ্রামে এ উত্তেজনা দেখা দেয়।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। এর পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় এমএলএ মহম্মদ আকবর দাবি করেছেন এই ঘটনায় দুইজন তরুণের মৃত্যু হয়েছে।
এদিকে, নিরাপত্তা রক্ষীরা গত শনিবার রাতে জঙ্গী অবস্থানের খবর পেয়ে শ্রীনগরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বে মারকুণ্ডাল গ্রামে অভিযান চালায়।
এই ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা একটি অ্যাম্বুলেন্সের ওপর গুলি চালায় বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস