ঢাকা: দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে যে দ্বীপে ১৮ বছর কারাবন্দী করে রাখা হয়েছিল সেই রোবেন দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রিটোরিয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ৯৪ বছর বয়সী নেলসন ম্যান্ডেলা।
তবে ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করছেন না মার্কিন প্রেসিডেন্ট। ম্যান্ডেলার পরিবারের সদস্যদের ইচ্ছার প্রতি সমর্থন রেখেই ওবামা এ সিদ্ধান্ত নেন।
ম্যান্ডেলাকে ‘বিশ্বের জন্য প্রেরণা’ হিসেবে উল্লেখ করেছেন ওবামা।
দক্ষিণ আফ্রিকানদের ‘টাটা’ (বাবা) ম্যান্ডেলার ২৭ বছরের কারাবন্দী জীবনের ১৮ বছরই কাটে রোবেন দ্বীপের কারাগারের সঙ্গীবিহীন কক্ষে।
কেপটাউন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটি। পাঁচ বর্গ কিলোমিটারের কিছু বেশি আয়তনের দ্বীপ ১৭ শতকের শেষভাগ থেকে রাজনৈতিক বন্দীদের কারাগার হিসেবে ব্যবহার করত তৎকালীন শাসকরা।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com