কলকাতা: আসছে ২০১৪ সালে ভারতের লোকসভা ভোট। সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব ঝটিকা সফরে রোববার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে এলেন।
ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সঞ্জয় ডালমিয়ার নেতৃত্বে সিপিআইএম শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছেতাদের। তাঁরা কথা বলেন বামফ্রন্ট নেতা গৌতম দেবের সঙ্গেও।
উল্লেখ্য, সমাজবাদী পার্টি সাংসদ কিরণময় নন্দের মেয়ের বিয়েতে যোগ দিতে রোববার কলকাতা শহরে এসেছেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব। লোকসভা নির্বাচনে ফেডেরাল ফ্রন্ট বা বিকল্প জোট গঠনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
পরবর্তী লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির শক্তিবৃদ্ধি হবে বলে দাবি করলেও, ভোটের ফলপ্রকাশের পরেই জোট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সপা সুপ্রিমো।
মুলায়েমসিং বলেন, ‘সংখ্যাগরিষ্ঠা পাবে না কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা হবে না বিজেপিতেও। অর্থাৎ ভারতের সরকার গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি।
বাংলাদেশ সময় : ২০১৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
এসবি/ সম্পাদনা: এসএস