কলকাতা: নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে মহানগর কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়ায় ভোগান্তিতে নাকাল সাধারণ মানুষ।
উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সর্বত্রই জলমগ্ন চিত্র।
তুমুল বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে উত্তর কলকাতার মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট। প্রতিটি বর্ষায় যা ছবি, দেখা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি সুকিয়া স্ট্রিটে। পানি জমে বিধান সরণি, কলেজ স্ট্রিট, উল্টোডাঙা, কাঁকুড়গাছি, বাগুইহাটির বেশ কিছু এলাকায়।
জলমগ্ন হয় বিমানবন্দর চত্বরও। স্টেশন চত্বরের জমা পানি ঢুকে যায় শিয়ালদা জিআরপিতেও। একই ছবি নর্থ পোর্ট থানাতেও। টানা বৃষ্টিতে পানি দাঁড়িয়ে যায় বালিগঞ্জেও।
এদিকে কলকাতার পাশাপাশি, রাজ্যের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার জেলা বর্ষার শুরুতে অতি বৃষ্টির ফলে জেলায় চাষের ক্ষতি হবে। কারণ এখনও পর্যন্ত চাষীরা সেভাবে ধানের বীজ তৈরি করতে পারেনি।
বাংলাদেশ সময় : ৩০৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
এসবি/ সম্পাদনা: এসএস