ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসিকে ডেপুটেশন দেবে মুসলিম জোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, জুন ৩০, ২০১৩

কলকাতা: রমজান মাসে ভোটের বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ১৫টি মুসলিম সংগঠন। রোববার পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিম সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।



রমজান মাসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নতুন দিনক্ষণ স্থির হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ৫ দফায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৫ দিনই রোজা পড়েছে। এর মধ্যে ১৯ জুলাই পড়েছে জুম্মাবার।

তাই স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের এ দিনক্ষণ নিয়ে মুসলিম জনমানসে ক্ষোভ দেখা দিয়েছে।

ভোটের দিনক্ষণের বিরোধিতা করে রোববার জামায়াতে ইসলামি হিন্দ’র অফিসে মিলিত হন ১৫টি মুসলিম সংগঠনের নেতারা। সিদ্ধান্ত হয় সোমবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ পরিবর্তন করতে নির্বাচনে কমিশনের কাছে যাবেন তারা।

এদিন যৌথ বিবৃতিতে সংগঠনগুলির পক্ষে বলা হয়, আমরা ১৫টি জোট একসঙ্গে ১ জুলাই দুপুর দুপুর ১টায় পার্ক সার্কাস ময়দান থেকে একটি মিছিল বের করবো। এ মিছিল নিয়ে যাওয়া হবে নির্বাচন কমিশন দফতরে। একটি গণ-ডেপুটেশনও দেওয়া হবে নির্বাচন কমিশনারকে, যাতে রমযান মাসে নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হবে। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো।

জানা গেছে, জামায়াতে ইসলামি হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, মুসলিম সংরক্ষণ মোর্চা, এসডিপিআই, বঙ্গীয় ইমাম পরিষদ, বঙ্গীয় ওয়াজিন পরিষদসহ বিভিন্ন সংগঠন এ মিছিলে অংশগ্রহণ করবে।
 
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
এসপি/ সম্পাদনা কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর ও
অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।