আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভা পদার্পণ করবে ৫০তম বছরে। সোমবার ত্রিপুরা বিধান সভার এ ৫০ বছর পূর্ণ হচ্ছে।
১৯৬৩ সালের ১ জুলাই মাত্র ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ত্রিপুরা বিধানসভা। ১৯৭২ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা। রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা বেড়ে হয় ৬০ জন। এখনো সদস্য সংখ্যা তাই রয়েছে।
১৯৬৩ সালের ১ জুলাই ত্রিপুরার সঙ্গে হিমাচল প্রদেশ ও গোয়া বিধানসভাও যাত্রা শুরু করে। সে হিসেবে সোমবার ভারতের এ তিনটি বিধানসভাই ৫০ বছর পূর্ণ করছে।
এক সপ্তাহ আগে বিরোধী দলনেতা রতন লাল নাথ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিধানসভার সুবর্ণ জয়ন্তী পালন করার দাবি জানান। বিরোধী দলনেতার সে দাবিতে সমর্থন জানায় রাজ্য সরকার। সুবর্ণ জয়ন্তী পালনের অঙ্গ হিসাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সোমবার ডাকা হয়েছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এ অধিবেশন। আলোচনার বিষয়বস্তু হিসাবে নির্ধারিত হয়েছে ‘রাজতন্ত্র থেকে গণতন্ত্রে ত্রিপুরার উত্তরণ’। রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিরোধী সদস্য এবং অন্য বিধায়করা এ বিষয়ের ওপর আলোচনা করবেন।
সাতটায় অধিবেশন শেষে বিধানসভা চত্বরে একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজ্য বিধানসভাকে আগামী সাতদিনই আলোকমালায় সাজিয়ে রাখা হবে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com